আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন সম্প্রতি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। স্বজনেরা তাঁকে হাসপাতালে নেন। পরে তাঁর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়লে রিং পরানোর প্রয়োজন পড়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ক্যাথল্যাব থাকা সত্ত্বেও তিনি এ ধরনের সেবা পাননি। পরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
উদ্বোধনের সাড়ে ৯ মাস পরও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের ক্যাথল্যাব এখনো চালু হয়নি। কবে নাগাদ চালু হবে, তা–ও বলতে পারছে না কর্তৃপক্ষ। জানা গেছে, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট নিয়োগ না হওয়ায় এ সমস্যা হয়েছে। এতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হৃদ্রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অ্যানজিওগ্রাম, রিং পরানো, পেসমেকার স্থাপন, হার্টের ভালভ রি-পেয়ারিংয়ের জন্য তাঁদের এখনো ঢাকায় কিংবা বিদেশে যেতে হচ্ছে। এ জন্য রোগীদের খরচ হচ্ছে বিপুল অঙ্কের অর্থ, ভোগান্তি পোহাতে হচ্ছে অন্যান্য ক্ষেত্রে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.