![](https://media.priyo.com/img/500x/https://www.anandabazar.com/polopoly_fs/1.1238806!/image/image.jpg)
কম্পিউটারে টেক্কা চিনের
একটি সুপারকম্পিউটারের যে হিসেবে কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে ফেলে গত বছর বিশ্ব জুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ। অতিনিম্ন তাপমাত্রা ও অতিপরিবাহী ধাতুর ব্যবহার হয়েছে এটিতে। ‘সায়েন্স’ পত্রিকায় চিনের এক দল গবেষক দাবি করেছেন, আলোর কণা তথা ফোটনকে কাজে লাগিয়ে ‘জিউঝাং’ নামে তাঁরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আবিষ্কার
- সুপার কম্পিউটার