You have reached your daily news limit

Please log in to continue


আইপিএল পারল, পাকিস্তান পারল না কেন, উঠল প্রশ্ন

পাকিস্তানের ক্রিকেটারদের কোভিড প্রোটোকল মানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ঘরোয়া টি২০ প্রতিযোগিতা কায়েদ-ই-আজম ট্রফির সঙ্গে তুলনা হচ্ছে আইপিএলের। যাবতীয় কোভিড প্রোটোকল মেনে আইপিএল যদি সফলভাবে হতে পারে, তাহলে পাকিস্তান কেন পারছে না? ঘটনার সূত্রপাত, পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফর নিয়ে। দুই সপ্তাহ আগে পাকিস্তানের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সহ ৫৪ জনের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসার পর তাঁদের নিউজিল্যান্ড যাওয়ার অনুমতি মেলে। শুধু ফাখার জামান যেতে পারেননি। তাঁর কোভিড-১৯-এর লক্ষণ ছিল। পরের দিন অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নিউজিল্যান্ডে পৌঁছনোর পর প্রথা মেনে পাকিস্তানের সবার আরও একবার কোভিড পরীক্ষা হয়। তারপর নিউজিল্যান্ডের স্বাস্থ মন্ত্রক থেকে জানানো হয়, পাকিস্তানের ৬ জন ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন