চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের দুই মাস পর এক যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে কচুরিপানার নিচে তার কঙ্কাল পাওয়া যায়। নিহতের নাম আলমগীর হোসেন বিশ্বাস। তিনি উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ, আলমগীরের বন্ধু একই গ্রামের শিপন আলী টাকার জন্য তাকে হত্যা করে লাশ গুম করেছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাতে নিখোঁজ হন আলমগীর (২৭)। সন্ধান না পেয়ে তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন আলমডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার সকালে আলমগীরের বাড়ির নিকটবর্তী উজ্জ্বল মোল্লার পুকুরে কয়েকজন মাছ ধরার জন্য কচুরিপানা পরিস্কার করছিলেন। কচুরিপানা সরাতে গিয়েই তারা কাদার মধ্যে কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন কাতব আলী। পোশাক দেখে তিনি শনাক্ত করেন কঙ্কালটি তার ছেলে আলমগীরের। পরে পুলিশ গিয়ে সেই কঙ্কাল উদ্ধার করে। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.