![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/10/02/road-accident-2.jpg/ALTERNATES/w640/Road-Accident-2.jpg)
মাগুরায় দুই দুর্ঘটনায় পল্লি চিকিৎসকসহ নিহত ৩
মাগুরা সদর ও মহম্মদপুরে দুটি দুর্ঘটনায় এক পল্লি চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদরের ঠাকুরবাড়ীতে এক এনজিওকর্মী ও এক গৃহবধূ এবং মহম্মদপুরে এক পল্লি চিকিৎসক নিহত হন।
হাইওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, শালিখা উপজেলার থৈয়পাড়া গ্রামের মিল্টন মজুমদারের স্ত্রী ব্র্যাককর্মী স্বর্ণা মজুমদার ও তার ভাই সুব্রত মজুমদারের স্ত্রী সাথী মজুমদার আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পল্লী চিকিৎসক
- নিহত ৩