ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জাগো নিউজ ২৪ ভোলা জেলা প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:২০

ভোলার বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মালবাহী ট্রলির ধাক্কায় মো. নিজাম উদ্দিন মিরন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুরে নিজাম উদ্দিন তার মোটরসাইকেলে দুইজনকে নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলায় যাচ্ছিলেন। পথে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন নিহত হন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও