You have reached your daily news limit

Please log in to continue


গুজব অপসংস্কৃতির বিরুদ্ধে বেতারকে এগিয়ে আসতে হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐহিত্যকে ধরে রেখে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা তৈরি করতে হবে। দেশপ্রেম নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্ম যাতে গড়ে উঠতে পারে সে ব্যাপারেও বেতারকে দায়িত্ব পালন করতে হবে। শুক্রবার সকালে ঢাকায় বাংলাদেশ বেতার ভবনে আয়োজিত খুলনা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন। তথ্যমন্ত্রী বলেন, আকাশ সংস্কৃতি, ধর্মীয় অপব্যাখ্যা, ইন্টারনেটে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য একটি সুন্দর সমাজ গঠনের অন্তরায়। তাই এসব গুজব, অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করতে অন্য গণমাধ্যমের সঙ্গে বেতারকেও এগিয়ে আসতে হবে। খুলনা বেতার প্রান্ত থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। ঢাকা প্রান্ত থেকে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন