You have reached your daily news limit

Please log in to continue


বাপ্পীকে নতুনভাবে মানুষ গ্রহণ করবে, বললেন আত্মবিশ্বাসী জয়

ফেসবুক, ইউটিউবে অনেকেই মন্তব্য করেন, ‘বাপ্পী অভিনেতা হিসেবে পরিণত নয়!’ তাই বাপ্পীর উদ্দেশ্যে অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন ছুঁড়ে দেন, ‘অভিনেতা হিসেবে ভালো না হলে লুক দিয়ে কতদিন টিকে থাকা সম্ভব?’ উত্তরে বাপ্পী বলেন, ‘‘তুমি তিন বছর আগে বলেছিলে ‘বাপ্পী যখন কাঁদে দর্শক তখন হাসে’। তুমি আমাকে নিয়ে কাজ করলে। উত্তরটা তুমি দাও। আমাকে নিয়ে কাজ করে তোমার কী মনে হয়েছে?’’ জয় বলেন, ‘‘ভালো অভিনেতা নাকি খারাপ অভিনেতা এটা নির্ভর করে পরিচালকের উপর। একজন পরিচালক যদি অভিনেতাকে তৈরি করতে না পারেন, অনন্য উচ্চতায় নিয়ে যেতে না পারেন; সেটি পরিচালকের ব্যর্থতা। অভিনেতারা কাদামাটি। তাদের তৈরি করে নিতে হয়। পরিচালক তার নায়ককে যেভাবে দেখতে চায়, নায়ক সেভাবেই নিজেকে উপস্থাপন করবে। কাজেই এখানে সম্পূর্ণটাই পরিচালকের উপর বর্তায়।’’ জয় আরও বলেন, আমি কনফিডেন্ট ‘প্রিয় কমলা’ ছবির মাধ্যমে নতুনভাবে মানুষ বাপ্পীকে চিনবে। আমি বাপ্পীর কাছ থেকে অভিনয় আদায় করে নিয়েছি। বাপ্পীকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি অনেকেই। এজন্য দর্শকরা হতাশ হয়েছে এবং বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ করেছে। আমার দৃঢ় বিশ্বাস, ‘প্রিয় কমলা’ দেখার পর বাপ্পীর প্রতি অনেকের ভুল ধারণা কেটে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন