![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/12/online/facebook-thumbnails/Guha-samakal-5fc9a469f1cb9.gif)
আমাজনে মিলল ১২ হাজার বছর আগের গুহাচিত্র
পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনাঞ্চলের কলম্বিয়া অংশে প্রাচীন গুহাচিত্রের এক বিশাল ভাণ্ডার খুঁজে পেয়েছেন গবেষকরা। এগুলোতে এমন কিছু প্রাণীর চিত্র আঁকা আছে, যেগুলো বরফযুগে বিচরণ করত।
ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটারের গবেষক দল বলেছে, ১১ হাজার ৮০০ থেকে ১২ হাজার ৬০০ বছর আগের গুহাচিত্র সেগুলো। বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গবেষক
- পৃথিবী
- গুহাচিত্র
- ফুসফুস