![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252Fc7263119-b71d-4a5e-b409-1fa0d5621d01%252Fcomilla_university20171027134458.jpg%3Frect%3D0%252C19%252C725%252C381%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির দুই পক্ষের পাল্টাপাল্টি নির্বাচন কমিশন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সালের নির্বাচন কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষ পাল্টাপাল্টি নির্বাচন কমিশন করে একই দিন একই সময়ে একই স্থানে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে ওই নির্বাচন হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ‘রাজনীতিমুক্ত’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করোনাকালে শিক্ষক রাজনীতি আরও প্রকট আকার ধারণ করেছে।