ভাস্কর্য ও মূর্তি নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় একটি গোষ্ঠী

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ২০:০৯

হীন রাজনৈতিক স্বার্থ হাসিলে ভাস্কর্য ও মূর্তিকে একাকার করে একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

শিক্ষক সমিতির পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করার নামে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি কটাক্ষ ও অবমাননা প্রদর্শন করা হচ্ছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে ধর্মপ্রাণ এবং ভিন্নমত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। এ দেশের মানুষকে কখনোই ধর্মের নামে বিভ্রান্ত করা যায়নি ও ভবিষ্যতেও যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও