ফের দর্শকদের সারপ্রাইজ প্রভাসের, এবার তিনি 'সালার'!
বুধবার দুপুরে ভক্তদের ফের একবার চমকে দিলেন অভিনেতা প্রভাস। নিজের আরেকটি নতুন ছবির ছবি শেয়ার করে ঘোষণা করলেন তাঁর আসন্ন প্রজেক্ট 'সালার'। ছবির পোস্টার শেয়ার করেছেন প্রভাস, এই ছবির পরিচালক কন্নড় হিট ছবি 'কেজিএফ'-এর প্রশান্ত নীল। 'কেজিএফ'-এর প্রযোজক বিজয় কিরাগানদুরের প্রযোজনাতেই এই ছবি তৈরি হবে। সালার হতে চলেছে ভরপুর এক অ্যাকশন ছবি। সোশ্যাল মিডিয়ায় আসন্ন ছবির কথা ঘোষণা করে প্রভাস লিখেছেন, 'আজ থেকে সালারের দুনিয়ায় প্রবেশ করলাম।' জানা গিয়েছে, ২০২১-এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং।
একেবারেই ছকভাঙা এবং অত্যন্ত কঠিন এক চরিত্রে দেখা যাবে প্রভাসকে। তাঁর চরিত্রের নামই হবে সালার। প্রযোজনা সংস্থা হোমবেলের তরফেও ছবির ঘোষণা করা হয়েছে। সালারের আগেই অবশ্য প্রভাসকে ফ্যানেরা দেখতে পাবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাগ অশ্বিনের নতুন ছবিতে। সেটির নাম এখনও ঘোষণা করা হয়নি। পাইপলাইনে রয়েছে পূজা হেগড়ের সঙ্গে রাধেশ্যাম ছবি। এছাড়াও ওম রাউতের আদিপুরুষে তাঁকে দেখা যাবে সইফ আলি খানের সঙ্গে। ২০১৯ সালে শেষ শ্রদ্ধা কাপুরের সঙ্গে সাহো ছবিতে দেখা গিয়েছিল প্রভাসকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.