বেআইনি সুদের কারবারেই কি খুন রায়দিঘির বৃদ্ধ?

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৯:২৭

বেআইনি সুদের কারবারই কেড়ে নিল এক বৃদ্ধের জীবন। সুদের টাকা নিয়ে বিবাদের জেরেই রাতের অন্ধকারে ওই বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকায় ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বুধবার সকালে রায়দিঘির গিলারছাটের বৈরাগীরচক এলাকায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত কাছেদ বৈদ্য (৬৫) স্থানীয় বৈদ্য পাড়ার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ভাবে সুদের কারবার চালাচ্ছিলেন কাছেদ। তাঁদের দাবি, টাকাপয়সার লেনদেন নিয়ে এলাকার বহু মানুষের সঙ্গে তাঁর বিবাদ লেগেই থাকত। পুলিশ-প্রশাসনের নিষেধ অগ্রাহ্য করেই তিনি গোপনে সুদের কারবার চালাতেন বলেও অভিযোগ। এই কারবার চলতে থাকায় গ্রামের মধ্যে রাতে অপরিচিত যুবকদের আনাগোনা দিনের পর দিন বাড়ছিল বলেও বাসিন্দাদের দাবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও