![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Dec/02/1606915671964.jpg&width=600&height=315&top=271)
৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন দগ্ধ সেই গৃহবধূ
যশোরের অভয়নগরে দীর্ঘ ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হিরা বেগম (৩৩) নামের সেই গৃহবধূ মারা গেছেন। বুধবার (২ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হলেও পুলিশ কোনো আসামিকে আটক করতে পারেনি। গত বৃহস্পতিবার অভয়নগর উপজেলা মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। হীরা বেগম ওই এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।