![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F12%2F02%2Fciin.jpg%3Fitok%3DgayVIzOd)
চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে চীনের চন্দ্রযান
চীনের চন্দ্রযান চ্যাং ফাইভ সফলভাবে চাঁদের পিঠে অবতরণ করার পর বুধবার প্রথম নমুনা সংগ্রহ করেছে বলে জানিয়েছে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)। চীনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার পর চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে অবতরণ করে। খবর এপির।
অবতরণের পর সেখানকার কয়েকটি ছবিও পাঠিয়েছে চন্দ্রযান চ্যাং ফাইভ। সিএনএসএ-এর এক বিবৃতির বরাত দিয়ে সিনহুয়া জানায়, ‘চ্যাং চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে।’