![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/12/02/image-203437-1606904354.jpg)
ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর
ইত্তেফাক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৬:১১
শীত কিংবা গরম সবসময়ই নাকের ডগায় জেগে ওঠে কালো ছোট ছোট স্পট। যা চেহারার ওপর মোটেও ভাল প্রভাব ফেলে না। এতে দেখতে খারাপ লাগে আর সেই সাথে এটিকে পুরোপুরি সরানোটাও অনেক কঠিন। কারো কারো ক্ষেত্রে প্রায় অসম্ভব। কিন্তু এখন তা দূর করা সহজ। যা ঘরে বসেই করা যায়।
ঘরে এমন কিছু পণ্য আছে যেটা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেটা হচ্ছে টুথপেস্ট।