You have reached your daily news limit

Please log in to continue


ফোনে ভয়েস আনলক ফিচার আনছে স্যামসাং

বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার আনছে স্যামসাং। স্যামসাংয়ের গ্য়ালাক্সি এস ২১ সিরিজে এই ফিচার মিলবে। প্রতিষ্ঠানটি বিক্সবি ভয়েস ব্য়বহার করবে। গ্য়ালাক্সি এস ২১ সিরিজে থাকছে আরও বেশ কিছু চমক। রিপোর্ট অনুযায়ী, ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্য়ালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন। সম্ভবত, আগামী বছর থেকে এই ফিচার ব্য়বহার করা যাবে। কীভাবে কাজ করবে এই ফিচার? যখনই আপনি হাই বিক্সবি বলবেন তখনই আপনার নির্দেশ ফোনকে দেবে বিক্সি। প্রাথমিক পর্যায়ে ভয়েস পাসওয়ার্ড তৈরির অপশন দেবে ফোন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন