অন্য দেশে বাড়লেও আমাদের এইডস রোগী কমছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এইডস রোগী কমছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশে যখন এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের দেশে এই সংখ্যা ক্রম হ্রাসমান রয়েছে। এ করোনার সময়েও এইডস রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সরকার এইডস রোগীদের সব ধরণের চিকিৎসা ও পরীক্ষা ব্যবস্থা বিনামূল্যে চালু রেখেছে। এর ফলে, আমাদের দেশে এইডসের সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
আজ ১ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশ থেকে এইডস আগামী ২০৩০ সালের মধ্যে নির্মূল করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।’
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘করোনার প্রথম ঢেউ আমরা সামলাতে সক্ষম হয়েছি এবং দ্বিতীয় ঢেউ এলেও এখন আর তেমন সমস্যা হবে না। সরকারি-বেসরকারি উভয় শক্তি মিলেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে। কেননা, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশের স্বাস্থ্যখাতের এখন সব ধরনের প্রস্তুতি হাতে রয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.