![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-12%252F8c1fdd27-35a5-4e45-9b13-3db8f0a0328f%252Fmukti_bg20161128134424_20180225093855.jpg%3Frect%3D0%252C0%252C725%252C381%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জন্মদিনে মান্না ভাইয়ের কথা মনে পড়ে
‘আহা রে সবাই আমাকে কত ভালোবাসে। সবার ভালোবাসায় চোখ ভিজে গিয়েছে।’ জন্মদিনে বন্ধু-স্বজন ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে কথাগুলো বললেন চলচ্চিত্র অভিনেত্রী মুক্তি। আজ ছিল তাঁর জন্মদিন। যদিও দিনটি নিয়ে তাঁর কোনো আগ্রহ নেই। ফেসবুকে যাঁরা শুভেচ্ছা জানাচ্ছেন, তাঁদের লাভ রিঅ্যাক্ট দিয়েই দিনটা কাটিয়েছেন। ১৯৯২ সালে ‘চাঁদের আলো’ ছবিতে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মুক্তি।
মুক্তি এখন আর অভিনয় করেন না। যখন করতেন, তখন শুটিং সেটেই দিনটা কাটাতেন। জন্মদিনের সেরা উপহার কী ছিল? জানতে চাইলে তিনি চলে যান শুটিংয়ের দিনগুলোতে। ‘পিতা–মাতার আমানত’ ছবির শুটিং চলছিল সেদিন। লোকেশন ছিল ডিপজলের সাভারের শুটিংবাড়ি। মুক্তির সহশিল্পী ছিলেন মান্না। শুটিং শেষ করে বাসায় ফিরবেন, এমন সময় শুনতে পান মান্নার ডাক, ‘মুক্তি একটু এদিকে এসো।’ ভেতরের একটি ঘরে গিয়ে দেখেন কেক, ফুলসহ তাঁর জন্য বিশাল আয়োজন সেখানে। সেটের সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। মুক্তি বলেন, ‘সেদিন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম, শুটিং সেটের কেউ আমার জন্মদিনের কথা জানেন না। মান্না ভাইয়ের সেই সারপ্রাইজ এখনো আমার জীবনে স্মরণীয় হয়ে আছে। জন্মদিন এলে মান্না ভাইকে ভুলতে পারি না। তিনি আমাকে ভীষণ আদর করতেন। তাঁকে প্রায়ই মনে পড়ে।’