১২ বছরে ব্রাজিলে আমাজনের সর্বোচ্চ বন উজাড়

ডেইলি বাংলাদেশ ব্রাজিল প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

ব্রাজিলের আমাজন বন উজাড় হয়ে যাচ্ছে। ১২ বছরের মধ্যে ব্রাজিল অংশের আমাজনের বনভূমি সর্বোচ্চ ধ্বংস হয়েছে গত এক বছরে। মঙ্গলবার দেশটির মহাকাশ সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
ব্রাজিলের মহাকাশ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ব্রাজিলের আমাজনের বন ধ্বংস সবচেয়ে বেশি হয়েছে গত এক বছরে। ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত দেশটির আমাজনের মোট ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে। উজাড়ের এই হার আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

সংবাদ সংস্থা এএফপি বলছে, গত ১২ মাসে ব্রাজিল অংশের আমাজনের যে পরিমাণ বনভূমি উজাড় হয়েছে, তার আয়তন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় চেয়ে বড়।

আমাজনকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়। এই বন বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস শোষণ করে জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা রোধে কাজ করে। এ ছাড়া বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেনের উৎস আমাজন। আমাজন প্রায় ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও