ইরানি বিজ্ঞানী হত্যায় তুরস্ক-রাশিয়ার নিন্দা

ডেইলি বাংলাদেশ ইরান প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৫:৩৩

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ক্ষমতাধর দেশ রাশিয়া ও ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। আলাদা বিবৃতিতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্মম এ ঘটনার নিন্দা জানিয়েছে। সোমবার সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে, এই ধরনের উস্কানিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং সংঘাতের সম্ভাবনা বৃদ্ধির জন্য যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, তা সুস্পষ্ট।

এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, এমন পদক্ষেপ নেয়া থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাই আমরা।

রাশিয়ার মন্ত্রণালয় বিবৃতি দেয়ার আগেই তুরস্কের পক্ষ থেকে ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও