You have reached your daily news limit

Please log in to continue


বিনা পয়সায় লাশ বহন

অজ্ঞাত, বেওয়ারিশ ও অসহায়দের লাশ পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)। সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় একটি বেওয়ারিশ লাশ পরিবহনের মধ্য দিয়ে শুরু হয় তাদের কার্যক্রম। শুধু চট্টগ্রাম নগরীই নয়, জেলার যেকোনো স্থানে এ সুবিধা মিলবে বলে জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, অজ্ঞাত, বেওয়ারিশ ও অসহায়দের পাশে দাঁড়াতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে টিপিবি। এরই অংশ হিসেবে সোমবার কোতোয়ালি থানা এলাকায় একটি বেওয়ারিশ লাশ পরিবহনের ব্যবস্থা করা হয়। পুরাতন রেলস্টেশন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে থানার মাধ্যমে জানতে পেরে আমাদের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষে তারা লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন