সন্ধ্যা নামলেই মাদকের আখড়া বসে সুইমিংপুলে
বরিশালে প্রায় ২৩ বছর আগে সুইমিংপুল নির্মাণ করে জেলা ক্রীড়া সংস্থা। অবকাঠামোগত ত্রুটির কারণে নির্মাণের পর থেকেই এক প্রকার অচল হয়ে আছে পুলটি। শুরু থেকেই একদিনও ব্যবহৃত না হওয়ার সাঁতারুদের বদলে সুইমিংপুলে আনাগোনা বেড়েছে মাদকসেবীদের। প্রতিদিন সন্ধ্যা নামলেই এখানে বসে মাদকের আখড়া। গভীর রাত পর্যন্ত কয়েকটি দলে ভাগ হয়ে চলে মাদক সেবন।
মাদকের মতো অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে না পারায় জেলায় সাঁতারু তৈরি করতে পারছে না নগরের চাঁদমারী এলাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলটি। প্রায় দুই যুগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এরই মধ্যে অনেক আসবাব ও যন্ত্রপাতি চুরি হয়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাদকের আখড়া
- সুইমিং পুল