কৃষি বিল প্রত্যাহার নিয়ে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকদের মঙ্গলবার বৈঠকের জন্য আহ্বান জানালো কেন্দ্র সরকার। মঙ্গলবার বিকেল ৩টের সময় দিল্লির বিজয় ভবনে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। ৩ ডিসেম্বর বৈঠকের জন্য দিন নির্দিষ্ট ছিল আগেই। কিন্তু কোভিড পরিস্থিতি এবং উত্তরভারত জুড়ে চলা শৈত্যপ্রবাহের উল্লেখ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বৈঠকের দিন এগিয়ে নিয়ে আসার কথা জানান কৃষক সংগঠনের প্রতিনিধিদের।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষিমন্ত্রীর আলোচনার পরই কৃষকদের সঙ্গে বৈঠকের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। অমিত শাহ মঙ্গলবার তাঁর একটি অনুষ্ঠান বাতিল করেছেন। সরকারি এক সূত্র বলছে, ‘‘মঙ্গলবার গুরুত্বপূর্ণ একটি বৈঠকের জন্য তিনি ওই অনুষ্ঠানে যাচ্ছেন না।’’ এরই মধ্যে সোমবার গভীর রাতে বিক্ষোভরত এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, প্রবল ঠান্ডায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে মারা যান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.