পাকিস্তানে ফের বাড়ছে পোলিও রোগী
পাকিস্তানে ফের বাড়ছে পোলিও রোগীর সংখ্যা। গত রবিবার দেশটিতে নতুন করে আরো একজন পোলিও রোগী শনাক্ত হয়েছে। এতে করে দেশটিতে এ বছরে পোলিও রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। খবরে বলা হয়েছে, নতুন করে ওই পোলিও রোগী বালুচিস্তানের বাসিন্দা। এর আগে গত বছর দেশটিতে পোলিও রোগীর সংখ্যা ছিল ১৪৭ জন।
তবে ২০১৮ সালে ছিল মাত্র ১২ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, সর্বশেষ যে রোগীর পোলিও শনাক্ত হয়েছে সে ১০ মাসে মেয়ে শিশু। সে কোয়েটা জেলার বাসিন্দা। জানা যায়, তার পরিবার পোলিও টিকা দিতে নারাজ ছিল। পাকিস্তানে এমন সময় পোলিও রোগী শনাক্ত হল যখন দেশটিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে।