'পৃথিবীর নিঃসঙ্গতম হাতি' ক্যাম্বোডিয়ায় পেলো নতুন জীবন

বিবিসি বাংলা (ইংল্যান্ড) কম্বোডিয়া প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৯:১২

একটি অতিমাত্রায় স্থূল হাতি, যেটিকে একদা বলা হতো বিশ্বের নিঃসঙ্গতম, সেটিকে পাকিস্তানের এক চিড়িয়াখানার দুঃসহ জীবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ক্যাম্বোডিয়ায়।

কাভান নামের এই হাতিটির নতুন জীবনকে স্বাগত জানিয়েছেন পপ তারকা শের, যিনি এই হাতিটির মুক্তির জন্য আইনি দলের খরচ বহন করেছেন।

প্রায় পঁয়ত্রিশ বছর ধরে নিম্মমানের জরাজীর্ণ একটি চিড়িয়াখানায় বন্দী ছিল কাভান। ২০১২ সালে সঙ্গীর মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ জীবনযাপন করছে হাতিটি।

ক্যাম্বোডিয়ায় হাতিটির ঠাঁই হয়েছে একটি সুরক্ষিত বন্যপ্রাণী অভয়াশ্রমে যেখানে খোলা আকাশের নীচে আরো হাতির দল থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও