‘ফসল তোলার দিন, স্বর্গের উপহার সোনালি ফসল।নিচে বিস্তীর্ণ সুফলা জমি, ওপরে উদার আকাশ,আমাদের ঘরগুলো ভরে যাবে নতুন ফসলেসুখে, আনন্দে।দূরে পাহাড়ের কাছে, দ্রাক্ষা বাগান ছাড়িয়েঝরনার পাশে তন্দ্রায় আচ্ছন্ন হব।
ফুলে, ফলে পরিপূর্ণ শাখাটি ঝুঁকে এসে ছুঁতে চায় আমার প্রিয়ার ঠোঁট।সেখানে আমার ভালোবাসা গচ্ছিত আছে।প্রিয়ার হাতে হাত রেখে আমি নাচব, উত্তাল হব।দিন শেষে আমি নতুন গমের ঘ্রাণ বুকে নিয়ে ঘুমাব, পরম সুখে।আগামী দিনের স্বপ্নের জাল বুনব।প্রিয়ার হাতে হাত রেখে আমি নাচব, উত্তাল হব…’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.