অনলাইন অভিধানে বছরের সর্বাধিক আলোচিত শব্দ ‘প্যান্ডেমিক’
নয়া দিগন্ত
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ০৭:১১
ইতিহাসের পাতায় কলেরা, প্লেগের কথা পড়লেও, তার ভয়াবহতা এত দিন অজানাই ছিল।করোনাভাইরাসের হাত ধরে তার সঙ্গে পরিচয় ঘটে গিয়েছে একুশ শতকের। করোনার প্রকোপে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন গোটা বিশ্বে।
ফলে এই মুহূর্তে বিশ্বের সর্বত্র অতিমারিই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে প্যান্ডেমিক (Pandemic) বলা হয়। অনলাইন অভিধান dictionary.com এই প্যান্ডেমিক-কে বছরের সবচেয়ে বেশি আলোচিত শব্দ ঘোষণা করেছে।