You have reached your daily news limit

Please log in to continue


নাড়া সৎকারে ক্যাপসুল দাওয়াই

নাড়া পোড়ানোর ক্ষতি অনেক। তা থেকে চাষি এবং পরিবেশকে বাঁচাতে এক ধরনের ক্যাপসুল বের করেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। তারা বলছে, ওই ক্যাপসুল দিয়ে তৈরি মিশ্রণের মাধ্যমে নাড়াকে সারে পরিণত করা যায়। ফলে, লাভবান হবেন চাষি। দূষণও হবে না। ধান কাটার পরে খেতে থেকে যাওয়া গাছের অবশিষ্ট অংশকে (নাড়া) না পুড়িয়ে সারে পরিণত করার নিদান অনেক দিন ধরেই দিচ্ছে কৃষি দফতর। কিন্তু এখনও এ রাজ্যে চাষিরা তেমন উৎসাহ দেখাননি। কিন্তু নয়া ক্যাপসুলে সার তৈরি করা অনেক সহজ হবে বলে দাবি করছেন ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থানের (আইএআরআই) বিজ্ঞানীরা। তাঁরা জানান, অনলাইনে বিভিন্ন রাজ্যে ক্যাপসুল পাঠানো শুরু হয়েছে। চাষিরা সরাসরি আবেদন করেও তা কিনতে পারেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন