মুন্সীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন মো. হ্দয় (২২), মো. ইয়াছিন (২৩), মো. শান্ত খান (২০), আলমাস শেখ (২৫), আবু কালাম (২৫), বিপ্লব মেলকার (২৩) মো. রনি মাঝি (২৭), জুয়েল হাওলাদার (২৪) কোকো মোল্লা (১৯) ও শুভ দেওয়ান।