৫ পায়ের বাছুর দৌড়াচ্ছে এই বাড়ি থেকে ওই বাড়ি। নাচছে আশপাশসহ খোলা মাঠে। বিরল এই বাছুর দেখতে মেতে উঠেছে পুরো গ্রাম। স্বাভাবিকভাবে অন্য চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরের ওই পা।
জন্মের পর বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী লোকজন ভিড় করতো বাছুরটিকে এক নজর দেখার জন্য। পাঁচ পায়ের বাছুরকে একনজর দেখে ফোনে ছবিও তুলে নিচ্ছেন। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘুইঞ্চা চরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের গাভি মাস খানেক আগে এই বাছুর জন্ম দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.