এবার অরবিন্দ স্মরণে নমো, 'মন কি বাত'-এ ১৯ শতকের বাংলার এক বিস্মৃত কবিও
বাংলার মানুষের মন ছোঁয়ার চেষ্টায় 'মন কি বাত' অনুষ্ঠানে ইদানীং হামেশাই বাংলার বিভিন্ন প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে বাংলার মনীষীদের, বাংলার অতীত ঐতিহ্যের কথা বলেন তিনি। রবিবার তিনি অগ্নিযুগের বিপ্লবী অরবিন্দ ঘোষ ও উনিশ শতকের কবি মনোমোহন বসুর কথা বলেছেন। উনিশ শতকের ওই কবিকে অনেকেরই মনে নেই। মোদী এ দিন তাঁর 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচি কিংবা 'ভোকাল ফর লোকাল' প্রচারের সঙ্গে স্বাধীনতা আন্দোলনের সময়কার স্বদেশি পণ্য তৈরি ও ব্যবহারের পক্ষে আন্দোলনের সাযুজ্য তুলে ধরার চেষ্টা করেছেন।
হালে 'মন কি বাত' অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথের ভাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতে খেলনা শিল্পের প্রসারের বিষয়ে মোদী বলেছিলেন, বিশ্বকবি মনে করতেন, সেটাই আদর্শ খেলনা, যা অসম্পূর্ণ। খেলতে খেলতে বাচ্চারা তাকে পূর্ণতা দেবে। এ বার দুর্গাপুজোর বোধন তথা ষষ্ঠীর দিন বাংলার মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী যে ভার্চুয়াল বক্তৃতা দেন, তার ছত্রে ছত্রেই ছিল বাংলা ও বাঙালির হারানো গৌরব পুনরুদ্ধারের কথা।