![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2020/11/143713-267026-abhishekbachchan-5522463-e1606643930754.jpg)
তারকাবহুল সিনেমায় অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি: অভিষেক বচ্চন
স্টারকিড হওয়া সত্ত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা সহজ ছিল না অভিষেক বচ্চনের। বরাবরই নেটিজেনদের কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি। তবে দিন বদলেছে অভিষেকের। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া সর্বশেষ বেশ কিছু ওয়েব সিরিজ এবং অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
‘লুডু’ তারকাবহুল সিনেমা। তবে সিনেমার অন্য তারকাদের তুলনায় কোন অংশেই কম ছিল না অভিষেকের অভিনয়।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- অভিনেতা
- অভিনয়
- স্বাচ্ছন্দ্য
- অভিষেক বচ্চন