কিয়ারা আদভানির চার জ্বলন্ত অবতার, মুহূর্তেই ভাইরাল ভিডিও
ধীরে ধীরে বলিউড চলচ্চিত্রে নিজের জায়গা করে নিচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। খুব অল্প সময় হলো তিনি সিনেমা জগতে পা রেখেছেন, এখনো পর্যন্ত চলচ্চিত্রে ভালোভাবে তার হাত পাকা হয়নি। এরমধ্যেই কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিয়ারা। মূলত 'কবির' ছবির মাধ্যমেই তিনি দ্রুত খ্যাতি অর্জন করেন। তার আসন্ন ছবি 'ইন্দো কি জাওয়ানি' আগামি মাসে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যেই এই ছবির 'হিলিন টুট গাই' শিরোনামের একটি নতুন গান প্রকাশ পেয়েছে। যা রীতিমতো ভাইরাল। গানটিতে কিয়ারাকে চারটি রূপে দেখা গেছে। প্রত্যেকটি রূপেই আগুন লাগিয়েছে কিয়ারা। কখনো লাল রঙের গাউন আবার কখনো চকচকে সোনালি রঙয়ের চিকচিক শাড়ি, সবেতেই তার জমকালো ব্যক্তিত্ব ফুটে উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.