ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনার জেরে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। জাতিসংঘের এক মুখপাত্র গতকাল শনিবার বলেন, ‘আমরা সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি। এই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে—এমন যেকোনো পদক্ষেপ এড়ানোর আহ্বান জানাই।’ জাতিসংঘের ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা যেকোনো হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত হত্যার নিন্দা জানাই।’