![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/12/28/c6163d984f96b39f56119e2c4de5340f-5a43fadc42e3f.jpg?jadewits_media_id=288615)
শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (১৬) নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনোয়ার হোসেন এ তথ্য জানান।
মৃতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই বিশেষ চাদিহাসম্পন্ন শিশু (বুদ্ধি প্রতিবন্ধী)। শনিবার পাশের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল সে। রাতে ওই আত্মীয়ের বাসা থেকে একা বের হয়ে যায়। তাকে আশপাশে খুঁজাখুঁজি করে পাওয়া যায় না। এলাকায় মাইকিং করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশুর মৃত্যু
- ট্রেনে কাটা পড়ে