![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdead-body-recovered2-20201129103413.jpg)
সাত সকালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এনামুল শেখ (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রাম এলাকায় ট্রাক-নছিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামের মৃত নবীর শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই ইদ্রিস শেখ জানান, এনামুল পেশায় কাঁচামাল ব্যবসায়ী। যশোর মোকাম থেকে আলু, মরিচসহ বিভিন্ন সবজি নছিমনে করে নড়াইলে এনে কয়েকটি হাট-বাজারে পাইকারি বিক্রি করতেন।