কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাড়ায় চলে মেডিকেল কলেজ, দেখে ফেলায় শিক্ষার্থীদের ওপর হামলা

জাগো নিউজ ২৪ শাহ মখদুম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০৮:৫৭

স্থায়ী শিক্ষক নেই। ভাড়াটে শিক্ষক দিয়ে নামেমাত্র পাঠদান চলছিল রাজশাহীর শাহমখদুম মেডিকেল কলেজে। ল্যাবে নেই শিক্ষা সরঞ্জামাদি। প্রতারণার জালে আষ্টেপৃষ্ঠে শিক্ষাজীবন ধ্বংসের পথে সাত ব্যাচের ২২৫ জন শিক্ষার্থীর। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে পাঠদানের আনুমোদন পায় শাহ মখদুম মেডিকেল কলেজ।

এরপর থেকেই শুরু হয় প্রতিষ্ঠানটির বাণিজ্য। কলেজে প্রথম ব্যাচে ১৮ জন ও দ্বিতীয় ব্যাচে ২৩ জন শিক্ষার্থী ভর্তি হন। তৃতীয় ব্যাচে কলেজ কর্তৃপক্ষ আসন সংখ্যা বৃদ্ধির আবেদন জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন দেয়।

তৃতীয় ব্যাচে কলেজ কর্তৃপক্ষ আসন সংখ্যা বৃদ্ধির আবেদন জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন শেষে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ২৫ জন শিক্ষার্থী ভর্তি করার অনুমোদন দেয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও