যে কারণে ধরা খেলেন গোল্ডেন মনির

সমকাল প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ০০:১০

স্বর্ণ চোরাচালানে জড়িয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনির শত শত কোটি টাকার মালিক হয়েছেন। শুধু প্রাসাদোপম বাড়ি নয়, গড়েছেন নামে-বেনামে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও। গণপূর্ত ও রাজউকে বহুকাল ধরে ছিল তার একচ্ছত্র প্রভাব। প্রশাসনের অসাধু অনেক কর্মকর্তাকে 'ম্যানেজ' করে জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। যাদের ম্যানেজ করতে পারতেন না তাদের অনেককে পদ থেকে সরিয়ে দেওয়ার 'ক্ষমতা' ছিল তার। নিজের একটি প্রজেক্টের ফাইল অনেক দিন আটকে থাকায় সর্বশেষ গণপূর্তের এক বড় কর্মকর্তাকে তার পদ থেকে দ্রুত সরানোর ছক ছিল মনিরের। অর্থ আর নিজের প্রভাব খাটিয়ে ওই কর্মকর্তাকে সরিয়ে নিজের পছন্দের লোক বসিয়ে স্বার্থ হাসিল করার ষড়যন্ত্র করেন তিনি। ওই কর্মকর্তাকে সরানোর জন্য মনিরের এই ছকে জড়িত ছিল একটি বড় কনস্ট্রাকশন ফার্মও। মনির এবং ওই ফার্মের স্বার্থ জড়িত ছিল নতুন সেই প্রজেক্টে। গণপূর্তের ওই কর্মকর্তাকে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা পড়লেন গোল্ডেন মনির। সংশ্নিষ্ট একাধিক সূত্র গতকাল সমকালকে এই তথ্য জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও