![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/28/90e41de30ae9907a82c0a2f71c933105-5fc26123a80e1.jpg?jadewits_media_id=701180)
রাসমেলা ও পুণ্যস্নানকে ঘিরে তৎপর শিকারিরা!
সুন্দরবনে সাগরের তীর ঘেঁষা দুবলার চরের আলোর কোলে রাস পূর্ণিমা উপলক্ষে বসেছে ‘রাসমেলা’ ও ‘পুণ্যস্নান’। আজ শনিবার (২৮ নভেম্বর) থেকে আগামী সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত তিন দিন চলবে এই আয়োজন। করোনার কারণে অন্যান্য বছরের মতো তীর্থযাত্রী ও দর্শনার্থী না হলেও চলে এসেছে চোরা শিকারিরা। মৌসুমি শিকারি চক্র সুন্দরবনের হরিণ শিকারের সুযোগ নিতে তৎপরতা শুরু করেছে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, রাসমেলা উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চোখ ফাঁকি দিয়ে শিকার করা সম্ভব হবে না।