শ্রীকাইলের ৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ উদ্বোধন
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এই গ্যাসক্ষেত্র থেকে আগে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেত। নতুন এই কূপটি আবিষ্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন সচিব আনিছুর রহমান।