![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F9c1be9e0-9abe-4e85-a417-234269d073da%252F_DH1230_20201128_Kamalgonj_PIc_Chashmapora_Monkey.jpg%3Frect%3D0%252C238%252C900%252C473%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কমলগঞ্জে দড়ি দিয়ে বাঁধা চশমাপরা হনুমান উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের ভাষানীগাঁও গ্রামে লোকালয়ে বেড়িয়ে আসা একটি চশমাপরা হনুমান গ্রামবাসীর হাতে আটক হয়। বানরটি আটকের পর গ্রামবাসীরা একটি দড়ি দিয়ে সেটিকে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ আজ শনিবার সন্ধ্যায় চশমাপরা হনুমানটিকে উদ্ধার করে।
জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামে সিরাজ মিয়া গতকাল শুক্রবার বিকেলে লোকালয়ে চলে আসা চশমাপরা হনুমানটিকে নিজ বাড়ির পাশে দেখতে পান।