ভারতীয়দের সস্তায় স্মার্টফোন দিতে 'চিনা' Vivo-র সঙ্গেই গাঁটছড়া Jio-র
দেশের একটা বিরাট অংশের ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্টফোনে কনভার্ট কারতে কোমড় বেঁধে নেমে পড়েছে মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ভারতবাসীর হাতে কম টাকার 'Jio Exclusive' স্মার্টফোন তুলে দিতে চিনা স্মার্টফোন মেকার Vivo-র শরণাপন্ন হচ্ছে Jio।
সম্প্রতি ETTelecom-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেখানেই বলা হচ্ছে যে, ঠিক Vivo-র মতোই স্মার্টফোনের সঙ্গে নানাবিধ OTT অফারিং, শপিং বেনিফিটস এবং এককালীন স্ক্রিন রিপ্লেসমেন্টের জন্য এই চিনা স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথাবর্তা সেরে ফেলেছে Jio। কাস্টোমারদের যাতে Jio কানেকশনের সঙ্গেই অত্যধুনিক ফিচারের স্মার্টফোন দেওয়া যায় এবং তার সঙ্গেই বিভিন্ন অফারের ডালি সাজিয়েই স্মার্টফোন বাজারে নামতে চাইছে এই টেলকো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.