শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর জলাশয় থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর জলাশয় থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে ইটভাটার এক পাহাড়াদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশে জলাশয় থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহাড়াদার।
নিহতের স্ত্রী ইয়াছমিন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাড়ার হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখোজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ শনিবার সকালে তার লাশ মেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.