![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/1708/production/_115669850_46787313_10161381939570195_6430756546916909056_o.jpg)
আলী যাকের: বহুমুখী গুণের অনন্য ব্যক্তিত্ব ‘আক্ষরিক অর্থেই একজন নক্ষত্র’
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৯:৪৮
বাংলাদেশের মঞ্চ নাটক থেকে শুরু করে টেলিভিশনের ধারাবাহিক ও একক নাটক, সেইসঙ্গে চলচ্চিত্রে দাপুটে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন আলী যাকের। ছিলের মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি। বাংলাদেশের বিজ্ঞাপনী বাজারের প্রসারেও তার ছিল অনন্য অবদান।