![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/27/og/190122_bangladesh_pratidin_Nihato.jpg)
আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধ মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই পক্ষের বিবাদে জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জামাল উদ্দিন উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান। এর আগে গত ১১ নভেম্বর সকালে এক সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পুলিশ জানায়, অটোরিকশার ভাড়া নিয়ে গত ১১ নভেম্বর সকালে নিলাখাদ গ্রামের জামাল মিয়ার ছেলে সালাউদ্দিনের সাথে প্রতিবেশী আতিকুর রহমান ও বাতেন মিয়ার বিরোধ বাধে। বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে মারামারিতে জামাল মিয়া জখম হয়।