নওয়াজিশ বললেন, আলী যাকের নেই, আমার হৃদয় ভেঙে গেল
'ভোরে খুব দুঃখজনক একটি খবর শুনে সবার মতো মতো আমার হৃদয় ভেঙে গেল। একজন অতি সম্মানিত ব্যক্তি, আলী যাকের আর নেই! মঞ্চ, টেলিভিশন এবং খবরের কাগজগুলিতে অনন্য বহুমুখীতার জন্য যিনি তাকে উপাসনা করেছিলেন তা অদম্যভাবে শোক ও দুঃখজনক সংবাদ।'
বলছিলেন প্রখ্যাত নাট্যজন আলী যাকেরের মৃত্যুর খবর শুনার পর বাংলাদেশের প্রখ্যাত নাট্য এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা নওয়াজিশ আলি খান বলছিলেন কথাগুলো।
হুমায়ূন আহমেদ-এর অসংখ্য নাটকের পরিচালক নওয়াজীশ আলী খান। বিটিভিতে হুমাযূন আহমেদের লেখা প্রচারিত যে নাটকগুলোতে আলী যাকের অভিনয় করেছেন তার সবগুলোরই নির্মাতা তিনি। আলী যাকেরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। জানালেন, আলী যাকের আমার বন্ধু ছিলেন। মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন তিনি। আমাদের দেশের বিজ্ঞাপনের শিল্পে নেতা হিসাবে ছিলেন অতুলনীয় অনেক সৃজনশীল ক্ষেত্রে অসামান্য ব্যক্তিত্ব হারিয়েছি। তাঁর বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক! আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.