![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/27/db2df4a7afc1888ff991fe42277b1de1-5fc0ce3b423b7.jpg?jadewits_media_id=700980)
গৌরীপুর বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের হোটেলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৮টি হোটেল, ৪টি পাইকারি চালের দোকান, তিনটি ফার্মেসি, দুটি মুদির দোকান, দুটি হোমিও ওষুধের দোকান, একটি করে কনফেকশনারি, সার্জিক্যাল, চশমা ও ইলেকট্রনিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।