ত্রিশালে বিষমুক্ত সবজি চাষের মডেল প্রকল্প
পরিবেশ বান্ধব কৌশল প্রয়োগের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে ১০০ একর জায়গা জুড়ে চলছে মডেল প্রকল্পের বাস্তবায়ন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিবেশ বান্ধব কৌশল প্রয়োগে নিরাপদ ফসল উৎপাদন (আইপিএম) প্রকল্পের আওতায় উপজেলার রামপুর ইউনিয়নে এই বিষ মুক্ত নিরাপদ সবজি চাষ শুরু করা হয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়, আইপিএম পদ্ধতিতে ফেরমন ফাঁদ, হলুদ ফাঁদ, নেট হাউজ ইত্যাদি পদ্ধতি ব্যবহার করে ফুল কপি, বাঁধা কপি, টমেটো, বেগুন, সিম, কুমড়া, লাউ, জিঙ্গা, চিচিঙ্গাসহ নানা সবজি বিষ মুক্ত নিরাপদ উপায়ে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সবজি চাষ
- বিষমুক্ত
- কৃষি মন্ত্রণালয়