![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/11/27/123702ei-samay.jpg)
মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার পান, নিহত ৭
করোনার জেরে এখন সবার বাড়িতে স্যানিটাইজার। হাত জীবাণুমুক্ত করতে সকলেই এটি ব্যবহার করেন। স্যানিটাইজারে অ্যালকোহলের মাত্রা কতটা থাকে তা দেখেই এটি কেনা হয়। কিন্তু অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজার কি খাওয়ার যোগ্য? বিশেষজ্ঞদের কথায়, একেবারেই নয়।
স্যানিটাইজার খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এ বার এমনই হল রাশিয়ার একটি গ্রামে। মদের বদলে স্যানিটাইজার খেয়ে মৃত্যু হল সাত জনের। কোমায় রয়েছেন আরও দু'জন।